ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

আমিরাতে ব্যবসা প্রসারে ব্যস্ত প্রবাসী বাংলাদেশীরা

মোহাম্মদ ইরফানুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২১
আমিরাতে ব্যবসা প্রসারে ব্যস্ত প্রবাসী বাংলাদেশীরা

আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতের সাতটি প্রদেশের মধ্যে দুবাই একটি জনপ্রিয় শহর। আমিরাতের অন্যান্য প্রদেশের মতো রেমিটেন্স সৈনিকদের কাছে এটিও পছন্দের প্রদেশ।

সেখানে বেশ সুনামের সঙ্গে কাজ করছেন জীবিকার তাগিদে যাওয়া প্রবাসীরা। দৈনিক শ্রম বিক্রির পাশাপাশি অসংখ্য প্রবাসী বাংলাদেশি গড়ে তুলেছেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান।  

তারই ধারাবাহিকতায় দুবাইয়ে মোরশেদ বাজারে শুক্রবার সন্ধ্যায় মারওয়ান ফ্যাশনের চতুর্থ শাখা মেইড ইন বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডিং উদ্বোধন করা হয়।  

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ হাসান জানান, বিদেশের মাটিতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা মারওয়ান ফ্যাশন প্রায় এক যুগ ধরে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছি। দেশি পণ্য সাধ্যের মধ্যে পাওয়া যায় বলে এখানকার বাঙালিদের কাছে বেশ জনপ্রিয় প্রতিষ্ঠানটি।  

এসময় অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন মারওয়ান পরিবারের অন্যতম কর্ণধার মোহাম্মদ শহীদ ও মোহাম্মদ মনসুর।  


বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।