ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

আয়েবাপিসির নাম-লোগো ব্যবহার করায় প্রতিবাদ

শাহ মোহাম্মদ তানভীর, পর্তুগাল  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
আয়েবাপিসির নাম-লোগো ব্যবহার করায় প্রতিবাদ আয়েবাপিসি লোগো

প্রবাসীদের সুখ, দুঃখ, হাসি-কান্না, আনন্দ ভ্রমণ কাহিনী সহ ইউরোপে বাসবাসরত বাংলাদেশ অভিবাসীদের সব খবর সুনামের সঙ্গে নিয়মিত প্রকাশ করে যাচ্ছে ইউরোপে বসবাসরত সাংবাদিকদের সংগঠন ‘অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব (আয়েবাপিসি)।

করোনা মহামারির কারণে ২০২১ সালের ১৪ নভেম্বরে অনলাইন সভার মাধ্যমে আয়েবাপিসির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সর্বসম্মতিক্রমে জার্মানি প্রবাসী হাবিবুর রহমান হেলালকে সভাপতি এবং জাকির হোসেন সুমনকে সাধারণ সম্পাদক করে ইতোমধ্যে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছিল।

সম্প্রতি কে বা কারা সংগঠনটির রেজিস্ট্রারকৃত নাম ও লোগো ব্যবহার করে কিছু অপপ্রচারকারীর তৎপরতা সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করায় সংগঠনটির নেতারা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।  

উল্লেখ্য আয়েবাপিসি ইউরোপের রেজিস্ট্রারকৃত সংগঠন যার রেজিস্ট্রেশন নম্বর ২৮৯২। সংগঠনটির নেতাদের দেশে এবং প্রবাসের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে অংশ নেওয়া মাধ্যমে কম সময়ে বেশ পরিচিতি অর্জন করেছে।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।