ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

সিডনিতে বাংলাদেশি তরুণী খুন, পাকিস্তানি যুবক আটক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
সিডনিতে বাংলাদেশি তরুণী খুন, পাকিস্তানি যুবক আটক

অস্ট্রেলিয়ার সিডনিতে আনিমা হায়াৎ অ্যানি নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত তরুণীর মরদেহ উদ্ধার করেছে দেশটির ফেডারেল পুলিশ।

গত রোববার (৩০ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় পশ্চিম সিডনির প্যারামাট্টার পেনান্ট হিলস রোডের অ্যাপার্টমেন্টে অ্যাসিড ভর্তি বাথটাবে মৃত অবস্থায় পাওয়া যায় ওই তরুণীকে।

সিডনিতে বাংলাদেশি অধ্যুষিত এলাকা ল্যাকেম্বারের বাসিন্দা আবু হায়াৎ ও আফ্রাহ রুমা দম্পতির বড় মেয়ে অ্যানি।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০ বছর বয়সী এক পাকিস্তানি যুবককে গ্রেফতার করা হয়েছে। ১৯ বছরের মেডিকেল শিক্ষার্থী অ্যানি দীর্ঘদিন ধরে ওই তরুণের সঙ্গে বসবাস করে আসছিলেন।

পুলিশের ভাষ্য, হত্যাকাণ্ডের পর পাকিস্তানি ওই যুবক তার নিজস্ব ট্রাক নিয়ে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে পুলিশ ট্রাকটির ছবি প্রকাশ করে তাকে ধরিয়ে দেওয়ার জন্য নাগরিকদের অনুরোধ করে। সোমবার (৩১ জানুয়ারি) সকালে অভিযুক্ত নিজেই পুলিশের কাছে ধরা দেন।

পুলিশ সুপারিনটেনডেন্ট জুলি বুন বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। পুলিশ এখন প্রতিবেশী ও আশেপাশের লোকজনের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে।

বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।