ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

দ. আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
দ. আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত আওয়াল ফকির

কিশোরগঞ্জ: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় আওয়াল ফকির (৪৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আওয়াল ফকির কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের সাইটুটা গ্রামের মর্ছব আলীর ছেলে। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে মারা গেলেন।  

নিহত আওয়াল ফকিরের ভাতিজা করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সাইফুদ্দিন ফকির মিলন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, আওয়াল ফকির ১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় মুদি ব্যবসা করে আসছিলেন। গত আড়াই বছর আগে দেশে এসে ৬ মাস থেকে আবার দক্ষিণ আফ্রিকায় চলে যান তিনি। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের ইস্ট লন্ডন এলাকায় রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।  

আওয়াল ফকিরের মরদেহ দেশে আনতে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি।  

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।