ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পর্তুগাল আ. লীগের মতবিনিময়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, মে ২৮, ২০২২
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পর্তুগাল আ. লীগের মতবিনিময়

লিসবনের সিটি অক রেস্টুরেন্টে পর্তুগাল আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

সভায় সভাপতিত্ব করেন পর্তুগাল আওয়ামী লীগ সভাপতি জহিরুল আলম জসিম।

এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম।  বিশেষ অতিথি ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি রাফিকউল্লাহ।

সভাটি সঞ্চালনা করেন পর্তুগাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন।  

মতবিনিময় সভার প্রশংসা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম বলেন, পর্তুগাল আওয়ামী লীগের সক্রিয় অবস্থা দেখে আমি আনন্দিত। পর্তুগাল আওয়ামী লীগ বেশ সুসংগঠিত, এর জন্য গর্ববোধ করি।

তিনি আরও বলেন, আপনারা পর্তুগাল প্রবাসীদের সমস্যা নিয়ে যে সমস্ত আবদার করেছেন তা পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করবো।  

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পর্তুগাল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মে ২৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।