ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপনের দাবি পর্তুগাল আ. লীগের

সমীর দেবনাথ, পর্তুগাল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জুন ১, ২০২২
বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপনের দাবি পর্তুগাল আ. লীগের

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপির পর্তুগালে চার দিনের রাষ্ট্রীয় সফর উপলক্ষে পর্তুগাল আওয়ামী লীগের উদ্যোগে ২৭ মে রাজধানী লিসবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন- পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম ও সঞ্চালনায় ছিলেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এম.পি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি রাফিক উল্লাহ।

আমন্ত্রিত অতিথিদের বক্তব্য দেওয়ার পূর্বে যুবলীগের পক্ষ থেকে বক্তব্য রাখেন যুবলীগ নেতা অনুপম মেহেদি অনু ও সাবেক ছাত্রনেতা খ.ই.ফাহাদ।

যুবলীগ নেতা ফাহাদ প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে পর্তুগালে শহীদ মিনারের পাশে দ্রুত জাতির জনক বঙ্গবন্ধুর একটি ম্যুরাল নির্মাণের দাবি জানিয়েছেন। পরবর্তীতে পর্তুগাল আওয়ামী লীগের অন্যান্য নেতারা এ সমর্থনে বলেছেন, এ ম্যুরালের জায়গা পর্তুগাল কর্তৃপক্ষ অনেক আগেই দিয়ে রেখেছেন। কিন্ত নানা জটিলতায় এর বিলম্ব হচ্ছে।

ঠিক কি কারণে বিলম্ব হচ্ছে সেটা দ্রুত দূতাবাসের মাধ্যমে সমাধান করার কথা পুনর্ব্যক্ত করেন উপস্থিত বক্তারা। সভায় আলোচকরা রাজনৈতিক ও প্রবাসীদের বিভিন্ন বিষয়াদী নিয়ে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

এ সময় বক্তব্য রাখেন- পর্তুগাল আ. লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাহবুব আলম, সহ-সভাপতি মহসীন হাবীব ভূঁইয়া, মিজানুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক জামাল ফকির, দপ্তর সম্পাদক জাকির হোসেন, আ. লীগ নেতা জামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা নোমান হোসাইন প্রমুখ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম প্রবাসীদের সমস্যা সমাধানকল্পে বিভিন্ন আশ্বাস দিয়েছেন।

দলীয় নেতাকর্মীদের পাশাপাশি মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত তারিক আহসান, দূতাবাসের কর্মকর্তা, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাংবাদিক নেতাকর্মী ও বাংলাদেশ কমিউনিটির নানা পেশার প্রবাসীরাও ।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জুন ০১, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।