ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

জার্মানিতে ছাত্রলীগের উদ্যেগে শেখ হাসিনার জন্মদিন উদযাপন

জার্মানি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
জার্মানিতে ছাত্রলীগের উদ্যেগে শেখ হাসিনার জন্মদিন উদযাপন

বাংলাদের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছে জার্মানিতে বাংলাদেশ ছাত্রলীগ শাখা।  

বুধবার স্থানীয় একটি রেস্তোরাঁয় জার্মানির বাংলাদেশ ছাত্রলীগ শাখা কর্তৃক আয়োজিত জন্মবার্ষিকী  উদযাপনের দিনটিতে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

সভায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগ জার্মান শাখার সভাপতি দেওয়ান আরিফিন টিপু, সাধারণ সম্পাদক এইচ নিশাত বাপ্পি, যুগ্মসাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম অনিক ও যুগ্ম সাধারণ সম্পাদক ফায়সাল আমানসহ সংগঠনটির অন্যান্য নেতা ও কর্মীরা।  

উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সজিব খান ও শাহিনুল হক শাওন, এনআরবি শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা।  

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা, দেশ ও দেশের মানুষের জন্য মঙ্গল কামনা করে উপস্থিত সবার মাঝে জন্মদিনের কেক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।