ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

তুরস্কে অধ্যয়নরত বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ২, ২০২২
তুরস্কে অধ্যয়নরত বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঢাকা: তুরস্কে অধ্যয়নরত স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে উত্তীর্ণ বাংলাদেশি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।  

তুরস্কের বাংলাদেশ দূতাবাসের সম্মেলন কক্ষ ‘বিজয় একাত্তর মিলনায়তনে’ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।



তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মস্য়ূদ মান্নান এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া তুরস্কের বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এ অনুষ্ঠানে অংশ নেন।

রোববার (২ অক্টোবর) তুরস্কের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।
সংবর্ধনা অনুষ্ঠানে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে উত্তীর্ণদের মধ্যে ৩৯ জন মেধাবী কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক দেওয়া হয়।

এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজন শিক্ষার্থী এবং বিশিষ্ট প্রবাসী বাংলাদেশিরা বক্তব্য দেন।

শিক্ষার্থীরা বলেন, বিদেশস্থ দূতাবাস মাধ্যমে তারা এভাবে সংবর্ধিত হতে পেরে নিজেদেরকে সম্মানিত বোধ করছেন। এছাড়া এ ধরনের সম্মাননা প্রাপ্তি মেধা বিকাশের ক্ষেত্রে সব ছাত্রছাত্রীদের উদ্দীপ্ত করবে বলে তারা মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন।  

তিনি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গী শহীদদের স্মরণ করে দেশের চলমান উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত হয়ে অবদান রাখার জন্য সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
 
তিনি এ প্রজন্মের শিক্ষার্থীদের ভাগ্যবান উল্লেখ করে বলেন, যে নতুন এবং অগ্রসরমান বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের বিরাট ভূমিকা পালনের অবকাশ রয়েছে, যা জাতির প্রত্যাশা পূরণে সহায়ক হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সাতজন বিজয়ীর মধ্যে ল্যাপটপ, মোবাইল এবং অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রী পুরস্কার হিসেবে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২২
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।