ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

কৃষি

শিবচরে বাড়ছে গম চাষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
শিবচরে বাড়ছে গম চাষ

মাদারীপুর: পদ্মা ও আড়িয়াল খাঁ বেস্টিত মাদারীপুর জেলার শিবচরে শীতকালীন অন্যান্য ফসলের পাশাপাশি বাড়ছে গম চাষ। অনুকূল আবহাওয়া এবং ভালো দাম পাওয়ায় কৃষকরা ইদানিং গম চাষে ঝুঁকছেন।

স্থানীয় বাজারে দিন দিন গমের চাহিদা বাড়ায় গম চাষে উদ্বুগ্ধ হচ্ছেন সাধারণ চাষীরা।

জানা গেছে, শিবচরের সন্যাসীরচর, বন্দোরখোলা, কুতুপুবপুর, বহেরাতলা, নিলখীসহ বেশ কয়েকটি ইউনিয়নের বিস্তৃর্ণ ফসলের ক্ষেতে গমের চাষ হচ্ছে। মূলত শীত মৌসুমে উপজেলার বেশির ভাগ এলাকার কৃষিজমি সরিষা এবং কলাইয়ের দখলে থাকলেও এরমধ্যেই কৃষকরা চাষ করছেন গম। চলতি মৌসুমে ১ হাজার ৬৫০ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। গম চাষে খরচ কম এবং ফলন বেশি হওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন বলে জানা গেছে।

কৃষকরা জানান, ধান চাষের চেয়ে গাম চাষে তুলনামূলক খরচ কিছুটা কম। তাছাড়া ফলন ভালো হয়, বাজারে দামও বেশ ভালো। তাই দিন দিন বাড়ছে গম চাষ।

কুতুবপুর এলাকার কৃষক চান মিয়া বলেন, বোরো ধান চাষের জমিতে এখন গম চাষ করছি। বোরো ধান চাষে খরচ বেশি। আবার বাজারে ধানের দামও কম। উৎপাদন খরচ উঠাতেই হিমশিম খেতে হয়। অন্যদিকে গম চাষে উৎপাদন খরচ কম, বাজারে দামও বেশি। এ কারণে প্রতি বছরই গম চাষ করছি।

শিবচর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে মোট ১ হাজার ৬৫০ হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে। গত বছর আবাদ হয়েছিল প্রায় ১৫ শত হেক্টর জমিতে। ফলন ভালো হওয়ায় এ উপজেলার কৃষকদের গম চাষে আগ্রহ বাড়ছে। এছাড়া শীতকালীন ফসলের মধ্যে উপজেলায় সরিষার আবাদ হচ্ছে সর্বত্র। চলতি বছর উপজেলায় ৪ হাজার ২০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। যেখানে গত বছর আবাদ হয়েছিল ৩ হাজার ৭৯৪ হেক্টর জমিতে। এছাড়া গত দুই বছর ধরে সূর্যমুখীর চাষও হচ্ছে। এবছর ২০ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। গত বছরের তুলনায় সূর্যমুখীর চাষ বেড়েছে চলতি বছর। সেই সঙ্গে এ বছর সয়াবিন ও ফেলনের (ডাল জাতীয় শস্য) চাষ শুরু হয়েছে। অন্যান্য ফসলের মধ্যে পিঁয়াজ, রসুন, কালোজিরা, খেসারী, ধনিয়া, মশুর ও ভুট্টার আবাদ গত বছরের তুলনায় বেড়েছে চলতি বছর।

শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বিগত বছরের তুলনায় চলতি বছর শিবচরে গমের আবাদ বেশি হয়েছে। গম চাষের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো তাও ছাড়িয়ে গেছে। আমরা প্রতিনয়িত মাঠে কৃষকদের পাশে থেকে পরামর্শ দিয়ে আসছি। আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে এবছর কৃষকরা গমের ভাল ফলন পাবেন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।