ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

বান্দরবানে ইক্ষু চাষ বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
বান্দরবানে ইক্ষু চাষ বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা

বান্দরবান: পার্বত্য চট্টগ্রামে আর্থ-সামাজিক উন্নয়নে ইক্ষু, সাথী ফসল ও গুড় উৎপাদনের গুরুত্ব এবং সম্ভাবনা শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জুন) দুপুরের দিকে পার্বত্য এলাকায় সুগারক্রপ চাষাবাদ জোরদার প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর আয়োজন করে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী,সদস্য বাস্তবায়ন ও প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুণ-অর-রশীদ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ এম এম শাহনেয়াজ, পার্বত্য চট্টগ্রাম এলাকায় সুগারক্রপ চাষাবাদ জোরদার প্রকল্পের কনসালটেন্ট কৃষিবিদ ক্যছেনসহ বিভিন্ন এলাকার ইক্ষু চাষিরা এবং সাংবাদিকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।  

সভায় বক্তারা বলেন, বান্দরবানে শতকরা ৮০-৯০ ভাগ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল, কৃষির পাশাপাশি ইক্ষুচাষে স্বাবলম্বী হচ্ছেন অনেক চাষি।  

এ সময় বক্তারা আরও বলেন, তিন পার্বত্য জেলায় দিন দিন ইক্ষু চাষ বৃদ্ধি পাচ্ছে এবং ক্ষতিকর তামাকের চাষ বন্ধ করে ইক্ষু চাষ বৃদ্ধি করতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চাষিদের নানা ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, তিন পার্বত্য জেলায় ১২০-১৩০ টন গুড়ের চাহিদা রয়েছে আর এই চাহিদার বিপরীতে উৎপাদন হয় মাত্র ১৫-২০ টন আর এই ঘাটতি মেটাতে ইক্ষুর আবাদ সম্প্রসারণ এবং পাহাড়ি আখের গুড় উৎপাদন কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।  

সভায় প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বক্তব্য রাখতে গিয়ে বলেন, কৃষি এবং কৃষকদের উন্নয়নে পার্বত্য এলাকায় ক্ষতিকর তামাকের চাষ বন্ধ করে ইক্ষু চাষ বৃদ্ধি করে কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বিভিন্ন প্রকল্প নিয়েছে। আগামীতেও আরও নতুন নতুন প্রকল্প নেওয়া হবে এবং ইক্ষুর ব্যাপক উৎপাদন বৃদ্ধি, সেই সঙ্গে প্রচুর গুড় উৎপাদন হবে পার্বত্য জেলায়।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।