ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

কৃষি

নীলফামারীতে ৫১০ কৃষকের মাঝে চারা বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
নীলফামারীতে ৫১০ কৃষকের মাঝে চারা বিতরণ

নীলফামারী: রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় নীলফামারীতে গঠিত গ্রুপের ৫১০ জন কৃষকের মধ্যে বিভিন্ন জাতের গাছের কলম চারা বিতরণ করা হয়েছে।  

রোববার (২৩ জুলাই) দুপুরের দিকে বিভিন্ন জাতের এসব কলম চারা বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম।  

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সদর উপজেলা কৃষি অফিসার আতিক আহমেদসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৭টি কৃষক গ্রুপের মধ্যে প্রতি ৩০ জন সদস্যকে অর্থাৎ ৫১০ জন কৃষকের মাঝে প্রত্যেককে একটি করে আম, দুটি করে মালটা, একটি করে পেয়ারা, একটি লিচু ও নিমের কলম চারা বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।