ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

মাগুরায় সাড়ে ৩ হাজার কৃষকের মাঝে বীজ-সার বিতরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
মাগুরায় সাড়ে ৩ হাজার কৃষকের মাঝে বীজ-সার বিতরণ 

মাগুরা: মাগুরায় সাড়ে ৩ হাজার কৃষকের মাঝে চলতি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে জেলা সদর উপজেলা পরিষদ কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ করা হয়।

মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রানা আমির ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে বিনামূল্যে এ সার ও বীজ বিতরণ করেন।  

বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সদর উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বাহারুল ইসলাম ও নারী ভাইস চেয়ারম্যান মোছা. সোনিয়া সুলতানা।  

বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুলাই ০২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।