হবিগঞ্জ: হবিগঞ্জ জেলায় ১ লাখ ২৩ হাজার ৭৩৬ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে চারা রোপণ শুরু হয়েছে। এসব জমির জন্য জেলায় বীজতলা করা হয়েছে তৈরি ৫ হাজার ৬৫২ হেক্টর।
রোববার (২২ ডিসেম্বর) সকালে হবিগঞ্জে লাখাই উপজেলার হাওর ঘুরে দেখা যায়, কৃষকররা বীজতলা থেকে চারা উত্তোলন করছেন। কিছু জায়গায় বীজতলা তৈরি করা হয়েছে ট্রেতেও। উত্তোলনের পর চাষাবাদ করা জমিতে নিয়ে শ্রমিক এবং রাইস ট্রান্সপ্লান্টার দ্বারা ধানের চারা রোপণ করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, এ উপজেলায় চলতি বোরো মৌসুমে লাখাই উপজেলায় ১১ হাজার ২০৮ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
আর জেলার ৯ উপজেলা মিলে মোট ১ লাখ ২৩ হাজার ৭৩৬ হেক্টর জমিতে ৩ ধরনের বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা। তার মধ্যে ৫০ হাজার ৮৮৫ হেক্টর হাইব্রিড, উফসী জাতের ৭২ হাজার ৮০১ হেক্টর এবং স্থানীয় জাতের ধান আবাদ হবে ৫০ হেক্টর জমিতে।
হাইব্রিড জাতে হেক্টরপ্রতি ৪ দশমিক ৬৮ টন, উফসীতে ৬ দশমিক ৯৩ টন ও স্থানীয় জাত থেকে প্রতি হেক্টর থেকে ১ দশমিক ৯ টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
সে অনুযায়ী বোরো থেকে হবিগঞ্জে ৫ লাখ ২৪ হাজার ৩৪৫ টন চাল উৎপাদন হওয়ার কথা। ধানের হিসাবে গেলে তা বেড়ে দাঁড়াবে ৭ লাখ ৮৬ হাজার ৫১৮ টনে।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
এএটি