ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

হিলি স্থলবন্দর দিয়ে পেয়াঁজ আমদানি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
হিলি স্থলবন্দর দিয়ে পেয়াঁজ আমদানি শুরু

দিনাজপুর: দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেয়াঁজ আমদানি শুরু হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকেল পৌনে ৪টা থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক প্রবেশের মধ্যে দিয়ে শুরু হয় পেঁয়াজ আমদানির কার্যক্রম।
 
পেয়াঁজ আমদানির কথা শুনে পেয়াঁজ কিনতে আসতে শুরু করেছে দেশের বিভিন্ন স্থানের পাইকাররা।


 
হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বাংলানিউজকে জানান, গত বছর ২৮ সেপ্টেম্বর পেয়াঁজ সঙ্কট দেখিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। এর ফলে আটকে যায় হাজার হাজার টন পেয়াঁজের এলসি। সম্প্রতি ভারত সরকার ২৬ ফেব্রুয়ারি পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ২৫ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে কৃষি মন্ত্রণালয়ের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে আবেদন করেন হিলির পেঁয়াজ আমদানিকারকরা। এর মধ্যে ৮ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়। অনুমতি পাওয়া পেয়াঁজ বন্দর দিয়ে প্রবেশ করতে শুরু করেছে।  

এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতীয় চারটি ট্রাকে ৯৫ মেট্রিক টন পেয়াঁজ হিলি স্থলবন্দরে প্রবেশ করেছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।