নীলফামারী: গ্রামীণ সড়কের দুই পাশে সবজির সমারোহ। গ্রামীণ রাস্তার দুই পাশে সারি সারি শাক-সবজির মাচা।
এলাকার উপকারভোগী মমতাজ আলী, মানিক ও অন্যান্য কৃষকরা বলেন, সড়কের ধারে সবজি চাষে পাশের জমিতে সে ধরনের কোনো ছায়া পড়ে না। ফলে এ কাজে কেউ বাধা দেয় না। এতে করে সবজি চাষ করে আমরা লাভবান হচ্ছি।
পাখাতিপাড়ার রাস্তার ধারের সবজির মাচা থেকে সবজি সংগ্রহ করছিলেন মো. নজরুল ইসলামের স্ত্রী শাফিয়া বেগম।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ের অতি বৃষ্টিতে জমিতে লাগানো অনেক শাকসবজির ক্ষেত পচে নষ্ট হয়ে গেছে। ফলে বর্তমানে বাজারে শাকসবজি তুলনামূলক কম। তাই বাজারে চড়া দামে বিভিন্ন ধরনের শাকসবজি বেচাবিক্রি হচ্ছে। কিন্তু আমাদের গ্রামীণ সড়কে লাগানো সবজি বৃষ্টির কারণে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তাই আমরা রাস্তার দুই ধারে লাগানো সবজি দিয়ে বর্তমান সময়ে পরিবারের তরিতরকারির দৈনন্দিন চাহিদা পূরণ করতে পারছি। ফলে আর আমাদের বাজার থেকে বেশি দামে শাকসবজি কিনতে হচ্ছে না। এতে আমাদের সংসারে শাক-সবজি খরচ অনেকটাই সাশ্রয় হচ্ছে। ব্লকটির উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান আশা বলেন, প্রথমে এলাকার কৃষকদের সচেতনতার জন্য সভা-সমাবেশ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এরপর কৃষকরা আগ্রহী হয়ে উঠলে কৃষি বিভাগ থেকে বীজ ও চারা দেওয়া হয়। ফলে এলাকার কৃষকরা সবজি চাষে লাভবান হচ্ছেন। তারা নিজেদের চাহিদা মিটিয়ে এসব বাজারে বিক্রি করতে পারছেন।
সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহিনা বেগম বলেন, গ্রামীণ সড়কের দুই পাশে পরিত্যক্ত জমিতে সবজি চাষে ভালো পাচ্ছেন কৃষকরা। তারা নিজেরাই তদারকি করছেন। তবে কারিগরি সহযোগিতা ও পরামর্শ কৃষি বিভাগ থেকে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, পরবর্তীতে গ্রামের অন্যান্য সড়কের পাশেও এসব সবজি চাষের পরিকল্পনা নিয়ে কৃষি বিভাগ এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
এএটি