বাগেরহাট: রপ্তানীমুখী পণ্যের মধ্যে চিংড়ি অন্যতম। গত ১০ বছরে মোট মৎস্য রপ্তানিতে চিংড়ির অবদান ৮০ ভাগ।
সোমবার (২০ জুন) সকালে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের আঞ্চলিক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. তোফাজউদ্দীন আহমেদ।
এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফিশারিজ অ্যান্ড মেরিন টেকনোলজি ডিসিপ্লিনের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ আব্দুর রউফ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সদর দপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগম, খুলনা মৎস্য অধিদপ্তরের কোয়ালিটি এস্যুরেন্স ম্যানেজার ড. এস এম রেজাউল করিম, বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের উপ-পরিচালক শামসুন নাহার, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম রাকিবুল ইসলাম, বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ কর্মশালায় অর্ধশত প্রান্তিক চাষি অংশ নেন। এ সময় তারা চিংড়ি চাষের ক্ষেত্রে নিজেদের বিভিন্ন পরামর্শ ও প্রস্তাবনা তুলে ধরেন।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ২০ জুন, ২০২২
এমএমজেড