ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

মাগুরায় ভর্তুকিতে আধুনিক যন্ত্রপাতি পেলেন কৃষকরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, জুন ২০, ২০২২
মাগুরায় ভর্তুকিতে আধুনিক যন্ত্রপাতি পেলেন কৃষকরা

মাগুরা: মাগুরায় ৫০ শতাংশ ভর্তুকিতে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা মূল্য মানের সর্বাধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছে সদর উপজেলা কৃষি অফিস।

সোমবার (২০ জুন) দুপুরে সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এ কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি অফিসার ড. হায়াত মাহমুদ।  

এ সময় কৃষকদের মধ্যে প্রতিটি ৩০ লাখ টাকা মূল্যের তিনটি অত্যাধুনিক কম্বাইন্ড হারভেস্টার, আটটি পাওয়ার ট্রিলার ও একটি করে পাওয়াট থ্রেসার, মেইজ সেলার, রিপারসহ বিভিন্ন আধুনিক কৃষি সামগ্রী বিতরণ করা হয়। এসব কৃষি যন্ত্রের অর্ধেক মূল্য সরকার পরিশোধ করবে। বাকি অর্ধেক কৃষকরা সহজ কিস্তার মাধ্যমে পরিশোধ করবেন বলে জানান সদর উপজেলা কৃষি কর্মকর্তা। প্রধান অতিথির বক্তৃতায় আবু নাসির বাবলু জানান, এক সময় সাড়ে ৭ কোটি মানুষের মুখে আহার যোগানো কঠিন বিষয় ছিল।  

উন্নত কৃষি ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষক দেশের ১৮ কোটি মানুষের মুখে আহার যোগাচ্ছেন। এ সাফল্যের ধারা অব্যহত রাখতে আধুনিক কৃষিকে উৎসাহিত করতে সরকার এ খাতে ব্যাপক ভর্তুকি দিচ্ছে।  

নালিয়াডাঙ্গী গ্রামের প্রতিবন্ধী কৃষক আক্কাস হোসেন খান বাংলানিউজকে জানান, কৃষিতে যেসব আধুনিক উপকরণ এসেছে এসব উপকরণ ব্যবহারের ফলে কৃষি এখন লাভজনক হিসেবে মূল্যায়ন পাচ্ছে। অত্যাধুনিক যন্ত্রগুলি তারমত প্রতিবন্ধী ব্যক্তিরাও ব্যবহার করতে পারছে। এখাতে সরকারের সহায়তা অব্যহত থাকুক এই কামনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, জুন ২০, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।