দুবাই: সংযুক্ত আরব আমিরাতের যে কোনো উৎসব উদযাপনের সময় হাতের পতাকা মাটিতে ফেলে দিলে অথবা পড়ে গেলে ছয় মাসের জেল এবং ১ হাজার দিরহাম জরিমানা দিতে হবে।
সম্প্রতি দেশটির কালচারাল অ্যান্ড নলেজ ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে দেশবাসীকে জাতীয় পতাকা ব্যবহারে সাবধান হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, যদি কোনো ব্যক্তি জনসম্মুখে কেন্দ্রীয় পতাকা ফেলে দেয়, পতাকার ক্ষতি করে কিংবা অন্য কোনোভাবে পতাকার অবমাননা করে তবে তাকে জরিমানা দিতে হবে।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এএ