ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

২৫ গুণী শিল্পীকে সম্মাননা দিল জামালপুর শিল্পকলা একাডেমি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
২৫ গুণী শিল্পীকে সম্মাননা দিল জামালপুর শিল্পকলা একাডেমি

জামালপুর: শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জামালপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ২০১৯, ২০২০, ২০২১, ২০২২, ২০২৩ সালে বিভিন্ন ক্যাটাগরিতে ২৫ গুণীজনকে সম্মাননা দিয়েছে জামালপুর শিল্পকলা একাডেমি।

সোমবার (১০ এপ্রিল) সকালে বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় সম্মাননা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

সম্মামনাপ্রাপ্তদের মধ্যে বক্তব্য দেন- ২০১৯ সালের সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক হিসেবে সম্মাননাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, ২০২০ সালে কণ্ঠশিল্পী বিভাগে স্বপন রহমান, ২০২১ সালে নাট্যকলা বিভাগে সৈয়দ নূরল আলম সেলিম, ২০২২ সালে চলচ্চিত্র বিভাগে সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাহা উদ্দীন খান, ২০২৩ সালে কণ্ঠশিল্পী বিভাগে রোজী আক্তার শেফালী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেন, প্রতিটি আন্দোলন-সংগ্রামে সংস্কৃতিকর্মীরা সম্পৃক্ত। সংস্কৃতির প্রথম প্রধান উপকরণ ভাষা। ভাষার মাধ্যমে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সুসংগঠিত করা হয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী সংস্কৃতিবান্ধব, সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে পৃষ্ঠপোষকতার পাশাপশি সরকার বিভিন্ন ক্যাটাগরিতে গুণীজনদের সম্মাননা জানানোর সংস্কৃতি চালু করেছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতি বছর জেলা পর্যায়ে শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা’ প্রদান সরকারের সেই কার্যক্রমকে তরান্বিত করার ক্ষেত্রে একটি অনন্য উদ্যোগ।

তিনি আরও বলেন, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক প্রতি বছর জেলা পর্যায়ে শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা’ প্রদান সরকারের সেই কার্যক্রমকে ত্বরান্বিত করার ক্ষেত্রে অনন্য উদ্যোগ।

সম্মাননা হিসেবে প্রত্যেককে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক সনদ, নগদ ১০ হাজার টাকার চেক, উত্তরীয় ও সম্মাননা পদক দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।