মাদারীপুর: প্রথমবারের মতো মাদারীপুর জেলার শিবচরে আয়োজন করা হলো বইমেলার। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে সোমবার(২৩ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে ভ্রাম্যমাণ এই বইমেলা।
বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক ও শিবচরের ড. নূরুল আমীন বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এখলাছ উদ্দিন চুন্নু জানিয়েছেন,'প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে মেলা। বৃহস্পতিবার রাত ৮টায় শেষ হচ্ছে এই আয়োজন। শিবচরে বইমেলা বেশ সাড়া ফেলেছে। পাঠক-দর্শনার্থীদের ভিড় প্রতিদিনই থাকছে। বই কিনছেন ক্রেতারা। '
তিনি বলেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার মাধ্যমে পাঠকের হাতের কাছে পছন্দের বই বাছাই করার সুযোগ তৈরি হচ্ছে। নতুন পাঠক তৈরিতে বেশ ভূমিকা রাখছে এ বইমেলা। ডিভাইসকে দূরে রেখে আমাদের প্রচুর বই পড়তে হবে। মননজগতকে আলোকিত করতে বইয়ের বিকল্প নেই!'
সরেজমিনে বুধবার মেলা ঘুরে দেখা গেছে প্রতিটি স্টলেই ক্রেতাদের ভিড়। উল্টে-পাল্টে দেখে বই কিনছেন পাঠকেরা। স্কুল-কলেজের শিক্ষার্থীরা আসছেন দলবেঁধে। আবার আগে থেকেই ঠিক করে রাখা বই খুঁজছেন পাঠকেরা। স্টলগুলোতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বাছাইকরা বই ছাড়াও অন্যান্য বইও রয়েছে। ক্রেতাদের মধ্যে নারী ও শিশুদের সংখ্যা বেশি দেখা গেছে।
লাবনী আক্তার নামে এক কলেজ শিক্ষার্থী বলেন,'বাংলা একাডেমি বইমেলায় যাওয়ার সুযোগ হয় না। এবার নিজ এলাকাতেই বিশ্বসাহিত্য কেন্দ্রের বইমেলা হচ্ছে। বেশ কিছু বই কিনলাম। মেলাতে আসতেও ভালো লাগছে। '
ফয়সাল নামে এক শিক্ষার্থী বলেন,'বাচ্চাদের বইসহ ৫টি বই কিনেছি। বইমেলা ঘিরে যেন উৎসব। খুবই ভালো লাগছে। প্রতি বছরই এমন মেলার প্রত্যাশা করি। '
বই মেলার ইউনিট ইনচার্জ দেব জ্যোতি মন্ডল জানান,'মেলায় বেশ সাড়া পাচ্ছি। ভালো বিক্রিও হচ্ছে। ২০ থেকে ৩০ শতাংশ ছাড়ে বই কিনতে পারছেন পাঠক। '
বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
আরআইএস