ঢাকা: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ ঘোষণা করা হয়েছে। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখার জন্য এ বছর দশজন গুণী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন।
সলিমুল্লাহ ছাড়াও পুরস্কার পাওয়া বাকি গুণীরা হলেন - কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরতি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রস্তাবক কমিটির প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২৪’-এর সিদ্ধান্তক্রমে আজ বৃহস্পতিবার বাংলা একাডেমি নির্বাহী পরিষদ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ অনুমোদন করে। বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় উদ্বোধন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।
প্রতি বছর বাংলা সাহিত্যের ১১টি শাখায় এ পুরস্কার প্রদান করা হতো। প্রতিটি পুরস্কারের মূল্যমান তিন লাখ টাকা। তবে এবার ১০টি শাখায় এ পুরস্কার প্রদান করা হয়। বাদ পড়েছে বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায়।
প্রসঙ্গত, সলিমুল্লাহ খান ১৯৫৮ সালের ১৮ আগস্ট বাংলাদেশের কক্সবাজার জেলায় জন্মগ্রহণ করেন। তিনি মহেশখালীতে বেড়ে ওঠেন। তার বাবা ছিলেন একজন রাজনীতিবিদ। সলিমুল্লাহ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের দ্য নিউ স্কুল বিশ্ববিদ্যালয় তিনি দীর্ঘকাল অধ্যয়ন ও গবেষণা করেন। ‘ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকিং তত্ত্ব, ১৭৯৩-১৮৭৭’ এ থিসিসের জন্য তাকে পিএইচডি ডিগ্রি দেওয়া হয়।
১৯৮৩-৮৪ সালে সলিমুল্লাহ খান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরে ১৯৮৫-৮৬ মেয়াদে অল্প দিনের জন্য ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটতে শিক্ষকতা করেন। ১৯৯৯ সালে দেশে ফিরে তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। এখানে তিনি অর্থনীতি পড়াতেন। সলিমুল্লা খান ইউনিভার্সিটি অব লন্ডন এবং স্টকহোম বিশ্ববিদ্যালয়ের ফেলো ছিলেন। ২০০৬ সালে তিনি ঢাকার স্টামফোর্ড ইউনিভার্সিটিতে আইন বিভাগের একজন অধ্যাপক হিসেবে যোগ দেন। পরবর্তীকালে সলিমুল্লাহ খান ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-এ অধ্যাপক হিসেবে যোগ দেন। তিনি বর্তমানে সেন্টার ফর অ্যাডভান্সড থিওরির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি তার লেখার বিষয়বস্তু। তিনি লালন শাহ, রামপ্রসাদ চন্দ্র, জসিমউদ্দীন, রোকেয়া সাখাওয়াত হোসেন, আহমদ ছফা, আবুল হাসান, চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ছাড়াও তার সমসাময়িক অনেককে নিয়ে লিখেছেন।
এক নজরে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রাপ্তরা-
ক. কবিতা- মাসুদ খান
খ. কথাসাহিত্য- সেলিম মোরশেদ
গ. নাটক ও নাট্যসাহিত্য- শুভাশিস সিনহা
ঘ. প্রবন্ধ/গদ্য- সলিমুল্লাহ খান
ঙ. শিশুসাহিত্য- ফারুক নওয়াজ
চ. অনুবাদ- জি এইচ হাবীব
ছ. গবেষণা- মুহম্মদ শাহজাহান মিয়া
জ. বিজ্ঞান- রেজাউর রহমান
ঝ. মুক্তিযুদ্ধ- মোহাম্মদ হাননান
ঞ. ফোকলোর- সৈয়দ জামিল আহমেদ
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
এসএএইচ