ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

কবি মামুনুর রশীদের ‘ধীর সুর বিলম্বিত ব্যথা’র মোড়ক উন্মোচন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
কবি মামুনুর রশীদের ‘ধীর সুর বিলম্বিত ব্যথা’র মোড়ক উন্মোচন

ঢাকা বিশ্ববিদ্যালয়: আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন হলো স্বনামধন্য কবি মোহাম্মদ মামুনুর রশীদের কবিতার বই ‘ধীর সুর বিলম্বিত ব্যথা’র।

শনিবার (০৭ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের শহীদ মুনির চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক ড. অ. র. ম. আলী হায়দার।

একই সঙ্গে কবির ৬৫তম জন্মবার্ষিকীও উদযাপন করা হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা পরিচালিত সংগঠন ‘বিশ্ব কলা কেন্দ্র’।

এতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান। সংগঠনটির সভাপতি কবি আসাদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক ড. অ. র. ম. আলী হায়দার, কবি মোহাম্মদ মামুনুর রশীদ প্রমুখ।

কোরআন থেকে তেলাওয়াত করে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই কবি মোহাম্মদ মামুনুর রশীদের জীবনদর্শন, আদর্শ ও ব্যক্তি জীবনের অর্জন নিয়ে একটি প্রামাণ্য চিত্র দেখানো হয়। প্রামাণ্যচিত্রটি তৈরি করেছে বিশ্ব কলা কেন্দ্র।

অনুষ্ঠানে সংগঠনটির আবৃত্তি শিল্পীরা একক ও দলীয় কবিতা আবৃত্তি, হামদ ও ইসলামিক গান পরিবেশনা করেন। উপস্থিত বিশ্ব কলা কেন্দ্রের সদস্যরা কবি মোহাম্মদ মামুনুর রশীদকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
 
স্বাগত বক্তব্যে সৈয়দ রেজাউর রহমান বলেন, কবি মোহাম্মদ মামুনুর রশীদ একজন জীবন্ত কিংবদন্তি। অক্লান্ত পরিশ্রম আর অনন্য মেধাকে পুঁজি করে তিনি ইসলাম প্রচারে কাজ করে যাচ্ছেন। তার লেখা কবিতার মাধ্যমে মানব আত্মার ম‍ুক্তি ও শান্তির বার্তা পাওয়া যায়। সৃষ্টিকর্তা তাকে দীর্ঘজীবী করুন।

বাংলাদেশ সময়: ০০২৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।