ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

একগুচ্ছ কবিতা | নভেরা হোসেন

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
একগুচ্ছ কবিতা | নভেরা হোসেন

নীরবতা
___________________________________

      সন্ধ্যার অন্ধকারে তোমাকে ভীষণ ম্লান মনে হয়। বৃক্ষের শরীরে যত ক্ষত, লোকালয়ে যত লোক
      সব কোলাহল হয়ে নীরব।


      এই সন্ধ্যা, স্মৃতির শহর একা একা হেঁটে যায় মিনারের পথ ধরে।
      লাল লাল বটবৃক্ষ, পুস্তকের সারি। এখানে তুমি নিদারুণ , পড়ে আছো শত শত মলাটের আড়ালে।
      একটা অক্ষর, একজন শব্দ  গ্রাস করে রাখে। তুমিও হতে চাও অমলিন যেকোন নদীর তলদেশে...


লুসিফার
___________________________________

      তোমার জানালায় কৃকলাস ম্রিয়মাণ
      জলপাই গাছ, সকালের রোদ, শিশুর চিৎকার
      ছিঁড়ে ফেলছে কুয়াশাচ্ছন্ন রাতের পৃথিবীকে
      কবিতা এবং দীর্ঘশ্বাসের বার্তা
      কখনও কখনও লোকালয়ে অশ্রু জমিয়ে দেয়
      না পাওয়া যত আর্তি
      তোমাকে জলে ডোবায়, আগুনে পোড়ায়
      পোড়ো বৃষ্টি ও নাস্তিতে
      রোদে পুড়ে, জলে ভিজে হও শাণিত
      যেন এক তলোয়ার
      ছিঁড়ছে কাচের পর্দা
      সময়ের বাঁকানো দাঁত—
      দাও গেঁথে পোড়া চোখ লুসিফার
      ভূতগ্রস্ত অস্থিতে

২.
      সে ছিল সবুজ পোশাকে ঢাকা
      পায়ে সমতল চপ্পল
      এবং সে ছিল না যখন বইয়ের স্তূপ
      ভেঙে পড়ছিল হৃদপিণ্ডের অলিন্দে
      অলিতে-গলিতে
      আহা আমাদের শহরেও ভোর হয়
      দুপুরে গন্ধ ছড়িয়ে সাদা ভাত
      পড়ে থাকে গোলাপি ডিশে,
      পুড়ে পুড়ে চিলের ডানা
      ছাই হয়ে আসে—
      থাকো তুমি মিনারে, বৃষ্টির ফোঁটায়
      স্রোতে ভাসা গাঙচিল নদীর আকাশ
      থাকো তুমি মজ্জায়
      মরীচিকায়...


সাইকো সাইকো
___________________________________

      শহরে অবরোধ
      গ্রামে
      বন্দরে—
      বড় বড় ট্রাক আগুনে পুড়ছে
      অস্থি পুড়ছে
      মজ্জা পুড়ছে
      সিনেপ্লেক্সে গেরিলা ছবির প্রিমিয়ার শো
      প্যারিসে শোক মিছিল
      বগুড়ায় লাঠি মিছিল
      আগুন জ্বলছে কাভার্ড ভ্যানে
      ট্রেনের কম্পার্টম্যান্টে
      করোটিতে ফুলের মুকুট
      জরায়ুতে ডাবল গ্রেনেড
      সাইকো সাইকো
      আলফ্রেড হিচকক


আমি জেগে আছি
___________________________________

      তুমি ঘুমাতে যাচ্ছো
      আমি যাচ্ছি না
      অনেকে জেগে থাকছে
      অনেকে বারুদ পোড়াচ্ছে
      কেউ কেউ আগুনে ঘি ঢালছে
      ঘিয়ে আগুন—
      একজন নিবিড় মনে কেটে চলেছে স্রোতহীন জলধারা
      অনেকে ঘুমাতে পারছে না
      কেউ কেউ ব্যাংকের ভল্ট ভাঙছে
      কবিতা লিখছে কোনও একজন
      তুমি ঘুমাচ্ছো
      আমি জেগে আছি...



বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।