ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

গ্যাব্রিয়েল সুমনের জোড়া কবিতা

বৈশাখের আয়োজন / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
গ্যাব্রিয়েল সুমনের জোড়া কবিতা

ভিনসেন্ট, তোমাকে
___________________________________

‘ভিনসেন্টের হলুদপ্রধান ছবিগুলি—আত্মার রঙ দিয়ে আঁকা। ভিনসেন্ট বোঝেনি—এক সাথে এত হলুদ খরচ করতে নেই।



নিকটঅতীতকালে সিনেমার পোস্টার যারা আঁকতেন—তাদেরকে ‘এই’ বলে মন খারাপ করতে দেখা যেত।


ঝাউপাতা; সন্ধ্যা
___________________________________
 
পাথর—তোমার গায়ে অজস্র শুক্রবার লেগে আছে। একটা ভয়-পাওয়া মানুষের দিকে তাকাও...

অন্ধকার গলির ভিতর একটা মানুষ হেঁটে যাচ্ছে। এক বোকা ঋতু—কুড়িয়ে নিচ্ছে কিছু হিমফুল, তার দৃষ্টি থেকে।



বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।