ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

অঞ্জন সরকার জিমির জোড়া কবিতা

বৈশাখের আয়োজন / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
অঞ্জন সরকার জিমির জোড়া কবিতা

সহজ কবিতার ঝাঁক
___________________________________

ঘোলাটে বাতির ভেতর কিভাবে পুরো চরাচর পুরে রাখা যায়! ঘোলাটে বাতির ভেতর পুড়ে যায় ক্রমাগত সবুজ ডানা।

আরেকটু এগিয়ে গিয়ে দ্যাখো; দুলছে স্কুলঘর, দোমড়ানো মাঠ; খুলছে মুনমুন সেন, শ্যামলী, মাশরাখা সুলতানা।



আরেকটু কাছে গেলে নক্ষত্র পতন, দুটো ছবি; টিকেট একটাই
বুড়ো হয়ে যাচ্ছে শিমুল গাছ, ফিকে হয়ে যাচ্ছে মেজো ভাই…


সহজ কবিতার ঝাঁক ২
___________________________________

কাকে খোঁজো, স্থির অবিচল; অবিকল আমার মত! রক্তাক্ত চোখ নেই, গোয়ার্তুমি নেই, বেপরোয়া হাতের আঙুলে বজ্র-বিদ্যুৎ নেই বাকি—

মরুভূমি ভাবতে ভালোবাসছো, অথচ ধুলিঝড় আসবে না কখনও, নাতিশীতোষ্ণ দিন-রাত, তৃষ্ণার্ত উটের ক্যারাভান মাথা নোয়ালেই পাবে স্বচ্ছ জলাধার!

মসৃণ তামাটে বাকল, চন্দনের গন্ধ ভরা শরীর, উজ্জ্বল নখ, আগুনের মত চুল ওড়ে; তবু হাত ডোবালেই ঘাস! নতজানু। সমর্পণের সহজাত অভ্যাস নিয়ে কে দাঁড়াবে হুবহু আমার মত, আমার জমজ!

পৃথিবীর কোথাও আমাকে পাবে না তুমি জেনো
পৃথিবীর কোথাও—
আমার কোনও শাখা নেই।



বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।