ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

দুরছাই ও কাশফুল’র মোড়ক উম্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
দুরছাই ও কাশফুল’র মোড়ক উম্মোচন

ঢাকা: শাহ আলম বাদশা রচিত ছড়ার বই ‘দুরছাই ধুত্তোরী ছাই’ ও এনামুল হক মানিকের ছড়ার বই ‘কাশফুল দোল খায়’ এর মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে এ দুইটি ছড়ার বইয়ের মোড়ক উম্মোচন করেন শিশুসাহিত্যিক রফিকুল হক দাদু ভাই।

এই দুই বই প্রকাশের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটল অলটারনেট বুকস’র।

৩০টি ছড়ায় সাজানো ‘দুরছাই ধুত্তোরী ছাই’ শাহ আলম বাদশার প্রথম ছড়াগ্রন্থ।

অনুষ্ঠানে বইটি থেকে ছড়া পাঠ করেন শিশুসাহিত্যিক খালেক বিন জয়েনউদদীন, ফারুক নওয়াজ, রহীম শাহ, শাহানারা রশীদ ঝরনা ও সুজন বড়ুয়া।

এনামুল হক মানিকের ‘কাশফুল দোল খায়’ বইটিতে আছে  ৪১টি ছড়া। এ বই থেকে ছড়া পাঠ করেন শিশুসাহিত্যিক জগলুল হায়দার ও নাসের মাহমুদ।
সাহিত্যিক ও শিক্ষাবিদ হায়াৎ মামুদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে নিজ নিজ বইয়ের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন শাহ আলম বাদশা ও এনামুল হক মানিক।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
আরইউ/আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।