ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

তিনটি কবিতা | আহমেদ শরীফ শুভ

কবিতা/শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, মে ৩১, ২০১৫
তিনটি কবিতা | আহমেদ শরীফ শুভ

চাষাবাদ

মুক্তো ফলাবে যদি ঠোঁট মেলে নিয়ে যাও বৃষ্টির ফোঁটা

জলেতে জ্বলে ওঠে সমুদ্র-ঝিনুক তবে
ধীর পায়ে আসো
ধ্যানে মগ্ন ঋষি হয় বসে আমি মুক্তোর চাষি
বৃষ্টি তোমাকে দেবো
অষ্টপ্রহর কাটে মেঘেদের রসায়ন মনোযোগী পাঠে

মুক্তো ফলাবে এসো রাত জেগে থাকি
আমার খামারে একা জোয়ারের জল মাপে ভিনদেশী চাঁদ।


দহন

লেলিহান আগুনে পুড়ে মাটির বসত

সোনা পুড়ে খাঁট হয়
পলিমাটি কিছু নয় শুধু হয় পোড়ামাটি
কুমোরের তামাটে জীবন

তোমার পুরোনো চিঠি, অ্যালবাম, পোর্ট্রেট
কাগজ পুড়লে ছাই
স্মৃতিকে উড়িয়ে যাই
দেহ পুড়ে ছারখার
কাঠ হয় অঙ্গার

বলো তবে
হৃদয় পুড়লে হয় কীসের প্রকার?


দখল

অধিকার
আরো একটু বেশি যদি দাও
দখলি স্বত্ত্ব নেবো তৃষ্ণা মেটানো দামে
এ চর জেগেছে কবে
গেরস্থ জানে না কিছুই
না হয় বেদখল হয়ে যাক
শুধু এইটুকু ভূমি।



যদি অধিকার দিতে চাও আরো একটু বেশি
তামাদি দলিল রেখো শিকেয় তুলে।



বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মে ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।