ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

রাবির আইবিএস’র ১৪ গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
রাবির আইবিএস’র ১৪ গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) থেকে প্রকাশিত ১৪টি বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০ টায় আইবিএস সেমিনারকক্ষে এ অনুষ্ঠান শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত।



বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের অধীনে বইগুলো পরিকল্পিত, প্রণীত ও প্রকাশিত।

প্রকাশনা-উৎসবে সম্মানিত অতিথি ছিলেন অধ্যাপক হাসান আজিজুল হক। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।

 প্রকাশনা-উৎসবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের খ্যাতিমান শিক্ষক বইগুলোর উপরে আলোচনা করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের এসপিএম অধ্যাপক স্বরোচিষ সরকার। ধন্যবাদ বক্তব্য রাখেন অধ্যাপক এম জয়নূল আবেদীন। অনুষ্ঠানটি উপস্থাপন করেন ইনস্টিটিউটের শিক্ষক ড. মো. কামরুজ্জামান।

মোড়ক উন্মোচন করতে গিয়ে উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন বলেন, এটি শুধু আনন্দঘন মুহূর্তই নয়, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।

হাসান আজিজুল হক বলেন, গবেষণাকর্ম প্রকাশের মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয়ের মান বাড়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মান বৃদ্ধিতে আইবিএস-এর এ অবদান প্রশংসার দাবিদার।

কলা অনুষদের ডিন প্রফেসর অনীক মাহমুদ বলেন, সটীক গ্রন্থপঞ্জিগুলো ভবিষ্যৎ গবেষকদের জন্য সোনার খনি। ১৪টি বইয়ের পরিকল্পনা গ্রহণ, প্রণয়ন ও প্রকাশের মতো কঠিন কাজ সম্পন্ন করার জন্য প্রফেসর স্বরোচিষ সরকার সহ সবাইকে ধন্যবাদ।


প্রকাশিত বই, গ্রন্থকার ও আলোচকদের নাম:

১. Seminar Volume 15: Bangladesh Public Policy Analysis. Editor: Dr. M. Shahidulla. আলোচক: ড. প্রণব কুমার  পাণ্ডে

২. Seminar Volume 14: The State of Bangladesh’s Working Poor: Progress and Paradoxes. Editor: Dr. M. Zainul Abedin.

আলোচক: ড. মো. ছাদেকুল আরেফীন

৩. সেমিনার ভলিউম ১৩: বরেন্দ্র অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর আচার-অনুষ্ঠান। সম্পাদক: ড. মোহাম্মদ নাজিমুল হক। আলোচক: ড. মো. ফয়জার রহমান

৪. সেমিনার ভলিউম ১২: বাংলাদেশের ভাষানীতি ও ভাষা-পরিকল্পনা। সম্পাদক: ড. স্বরোচিষ সরকার। আলোচক: ড. আবুল হাসান চৌধুরী

৫. সেমিনার ভলিউম ১১: জাগরণ ও অভ্যুদয়। সম্পাদক: ড. স্বরোচিষ সরকার। আলোচক: ড. নূরুল হোসেন চৌধুরী

৬. Annotated Bibliography on Bangladesh Law. Compilor: Md. Alam Mostafa. আলোচক: ড. মো. আনিসুর রহমান

৭. Annotated Bibliography on Bangladesh Economics and Development Studies. Compilor: Md. Raihan Islam. আলোচক: ড. মো. ইলিয়াছ হোসেন

৮. Annotated Bibliography on Education of Bangladesh. Compilor: Md. Haris Uddin. আলোচক: রুবাইয়াত জাহান

৯.  Annotated Bibliography on Bangladesh Society. Compilor: Mohammad Ali Oakkas & Samiran Sarker. আলোচক: ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান

১০. Annotated Bibliography on Bangladesh Statistics. Compilor: Md. Razzaqul Islam. আলোচক: ড. সুশান্ত কুমার ভট্টাচার্য

১১. Annotated Bibliography on Trade and Commerce. Compilor: Md. Noor Alam. ড. তারিক সাইফুল ইসলাম

১২. মুক্তিযুদ্ধ গবেষণা: সটীক গ্রন্থপঞ্জি। সংকলক: কাজী মামুন হায়দার। আলোচক: ড. মো. আবুল কাশেম

১৩. বাংলা ভাষা: সটীক গ্রন্থপঞ্জি। সংকলক: মো. হাবিবুর রহমান। আলোচক: ড. পি এম সফিকুল ইসলাম

১৪. বাংলা সাহিত্য: সটীক গ্রন্থপঞ্জি। সংকলক: মোহাম্মদ নাছির উদ্দিন। আলোচক: ড. খন্দকার ফরহাদ হোসেন

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।