ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

ছুটে চলা | সারাজাত সৌম

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
ছুটে চলা | সারাজাত সৌম

মি পড়ে আছি একটা মদভর্তি গ্লাসের পাশে কালো কুকুরের মতো আর শুনতে পাচ্ছি নারীর ভেতর তার যতো
ঈর্ষা-অহংকার তারা গান গাইতে গাইতে গর্ভের টানেলে ঢুকে যাচ্ছে- এক স্বর্ণদোয়েল।

যে পথ দিয়ে ফজরের আজান চলে যাচ্ছে সুর তুলে অথচ পুরুষপুরাণ থেকে ছুটে আসছে তীব্র তীব্র তীর- সজারু
আর ময়ূরের সুড়সুড়ি।


 
ও আরবি হরফ- আমাকে শেখাও তোমার শরীর-তামাশা। জগতে আমি আর ছুটতে চাই না ওই ভীরু খরগোশদের
মতো- ভীরু বিড়ালের মতো তোমার আঁচল থেকে ঝরে পড়া তারাদের মতো।

আমি দাঁড়িয়ে আছি আর সবাই যখন ছুটছে বাড়ির দিকে, গাছের দিকে, জল কিংবা জননীর দিকে- আমি তখনও
দাঁড়িয়ে আছি একটা অন্ধ বেড়ালের পাশে, শরীর ঘেসে- সাদা ফুলের মতো কথারা যখন ছেড়ে যাচ্ছে তাদের সন্তাপ।

আমি পরে আছি- আমি দাঁড়িয়ে আছি। এই মুখের মতো যতো মুখ শৃগালের-মানুষের।

অথচ ছুটে চলাই মহাবিশ্ব...

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।