ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

স্বাধীনতা পদক পাচ্ছেন কবি নির্মলেন্দু গুণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
স্বাধীনতা পদক পাচ্ছেন কবি নির্মলেন্দু গুণ

ঢাকা: সাহিত্যে বিশেষ অবদানের জন্য কবি নির্মলেন্দু গুণকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
 
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম রোববার (২০ মার্চ) বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।


 
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর ১৪ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করে সরকার। গত ৭ মার্চ এই ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ নৌ-বাহিনীর নাম ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ।
 
স্বাধীনতা পদক না পাওয়ার ক্ষোভ থেকে ফেসবুকে একটি পোস্ট দিয়ে আলোচনায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহপাঠী কবি নির্মলেন্দু গুণ। রাষ্ট্রের সর্বোচ্চ এ পদকের জন্য এরপরই উদ্যোগ নিয়ে নতুন করে নির্মলেন্দু গুণের নাম ঘোষণা করলো সরকার।
 
আগামী ২৪ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬/আপডেট: ১৩২৬ ঘণ্টা
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।