ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘ছোটকাগজ সম্মাননা’ দেবে কবিকুঞ্জ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
‘ছোটকাগজ সম্মাননা’ দেবে কবিকুঞ্জ

রাজশাহী: বাংলা ভাষায় প্রকাশিত শিল্পসাহিত্যের ‘ছোটকাগজ সম্মাননা’ দেবে কবি ও লেখকদের সংগঠন কবিকুঞ্জ। সংগঠনের কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

 

সোমবার (৪ এপ্রিল) বিকেলে কবিকুঞ্জ’র সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার এ কথা জানিয়েছেন।

তিনি বাংলানিউজকে বলেন, প্রতি বছর বৈশাখে কবিকুঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একটি ছোটকাগজকে এ সম্মাননা দেওয়া হবে। ‘কবিকুঞ্জ ছোটকাগজ সম্মাননা’ হিসেবে থাকবে সম্মাননা স্মারক, প্রশংসাপত্র ও পাঁচ হাজার টাকা।

আরিফুল হক কুমার আরও জানান, সাহিত্যের খুব গুরুত্বপূর্ণ একটি মাধ্যম ছোটকাগজ। কবি-লেখক সৃষ্টিতে মাধ্যমটির অবদান অনেক। এ বছর থেকেই কবিকুঞ্জ এ সম্মাননা প্রদান করবে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৬
এসএস/কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।