ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বেলাভূমিতে দাঁড়িয়ে জাহাজডুবির প্রত্যক্ষদর্শী একজন | গনী আদম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
 বেলাভূমিতে দাঁড়িয়ে জাহাজডুবির প্রত্যক্ষদর্শী একজন | গনী আদম

বেলাভূমিতে দাঁড়িয়ে জাহাজডুবির প্রত্যক্ষদর্শী একজন

স্থাপত্যের ঋজু মুগ্ধতার আস্বাদ ছড়িয়ে বৃক্ষ দাঁড়িয়ে আছে
নবীন পল্লবে সকালদুপুরবিকেল মিহিন পিছলে যায়
মানুষের মনে কী রঙে হাসে গোপনীয়তার সুখ?

বন্দরের কাছে এসে ডুবছে জাহাজ
ঝাউগাছগুলো এ প্রকল্পের এলিজি, মনুমেন্ট

যেসব গোপনীয়তাসহ জাহাজটি অতলসন্ধানে গেলো
আমি খুব ভাবছি তাদের রঙ নিয়ে, গন্ধ নিয়ে
দেশজাতি পরিচয় নিয়ে
জলজ অন্ধকারে তাদের আসন্ন মুসিবত নিয়ে
এবং কী রঙের ঘুম তারা খেলবে, এইসব নিয়ে

মৃত ঝিনুকের খোলেও জীবনের রঙ থাকে, বিবরণ থাকে
কে একবার পড়ে দেখবে অবাক সে ক্রিপটোগ্রাফি?

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।