ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

কুঠিবাড়িতে তিন দিনব্যাপী অনুষ্ঠান শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, মে ৮, ২০১৬
কুঠিবাড়িতে তিন দিনব্যাপী অনুষ্ঠান শুরু ছবি-বাংলানিউজটোয়েন্টিফার.কম

কুষ্টিয়া: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

রোববার (০৮ মে) সকাল ১০টায় কুঠিবাড়ির মূল মঞ্চে জাতীয় সংগীতের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়।



পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ।

কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন, কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ।
 
সভায় রবীন্দ্রনাথের জীবন-কর্ম ও প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক লেখক গবেষক ড. মাসুদ রহমান।
 
স্বাগত বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেলা আক্তার।

সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ সময় অনুষ্ঠান উপভোগ করতে এলাকার রবীন্দ্রপ্রেমীরা কুঠিবাড়িতে ভিড় করেন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ০৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।