ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

এআইউবি’তে ‘কিশোর কুমার নাইট’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এআইউবি’তে ‘কিশোর কুমার নাইট’

ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইউবি) সম্মিলিত উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘কিশোর কুমার নাইট’ শীর্ষক এক সঙ্গীতানুষ্ঠান। এতে গান গাইবেন কণ্ঠশিল্পী আতিক হাসান ও রাজশ্রী আচার্য।

এআইউবি’র কুড়াতলি, খিলখেত ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে আয়োজিত সঙ্গীতানুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

এ অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

তবে আগত দর্শক-শ্রোতাদের নিজ ছবি সম্বলিত পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।