ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

কণ্ঠশীলনের নরেন বিশ্বাস পদক পাচ্ছেন জয়ন্ত চট্টোপাধ্যায়

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
কণ্ঠশীলনের নরেন বিশ্বাস পদক পাচ্ছেন জয়ন্ত চট্টোপাধ্যায়

ঢাকা: আবৃত্তি সংগঠন কণ্ঠশীলনের নরেন বিশ্বাস পদক-২০১৯ পাচ্ছেন বিশিষ্ট আবৃত্তি ও অভিনয়শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়।

শুক্রবার (১৫ নভেম্বর) কণ্ঠশীলনের সাধারণ সম্পাদক জাহীদ রেজা নূর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কণ্ঠশীলনের সভাপতি সন্জীদা খাতুনের সভাপতিত্বে কণ্ঠশীলন এ সিদ্ধান্ত নিয়েছে।

এ উপলক্ষে আগামী ১৬ নভেম্বর শনিবার শিল্পকলা একাডেমির আবৃত্তি, সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় এ পদক দেওয়া হবে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ও বিশেষ অতিথি থাকবেন সাহিত্যিক সেলিনা হোসেন ও কবি হাবীবুল্লাহ সিরাজী।

অনুষ্ঠানে দেশের বরেণ্য আবৃত্তিকারেরা আবৃত্তি পরিবেশন করবেন। কণ্ঠশীলনের পক্ষ থেকে থাকবে জয়ন্ত চট্টপাধ্যায়ের লেখা কবিতা ও গদ্য আবৃত্তি ও পাঠ।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯ 
এইচএমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।