মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয় এর উদ্বোধনী অনুষ্ঠান।
কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন- তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আয়োজনের উদ্বোধন করে তথ্যমন্ত্রী বলেন, শান্তিময় সমাজ গড়তে কবিতার ভূমিকা অনন্য। কবিতা মানুষের গুণ ও মানবিকতা বাড়িয়ে তাকে সুন্দর মানুষ হতে শেখায়। উন্নত জাতি গঠনে মেধা, মূল্যবোধ, জ্ঞান অত্যন্ত দরকারি। আর এই বোধগুলোকে জাগ্রত করতে কবিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে বক্তব্যকালে মুহম্মদ নূরুল হুদা আন্তর্জাতিক লেখক দিবসকে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান অতিথিকে অনুরোধ জানান। আয়োজন শেষে লেকঝক-সাহিত্যিকদের একটি শান্তি পদযাত্রা শহীদ মিনার চত্বর প্রদক্ষিণ করে।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
এইচএমএস/এইচজে