পঞ্চগড়: মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম প্রয়াণ দিবস উপলক্ষে পঞ্চগড়ে শুরু হয়েছে চারদিনের নজরুল সংগীত কর্মশালা।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গবেষক ও উদীচীর পঞ্চগড় শাখার সভাপতি শফিকুল ইসলাম এ কর্মশালা উদ্বোধন করেন।
স্বাস্থ্যবিধি মেনে উদীচী পঞ্চগড়, পঞ্চগড় সাহিত্য সংসদ এবং কারিগর যৌথভাবে এ কর্মশালা আয়োজন করেছে।
এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আছেন দেশের বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী তজিরুল ইসলাম। চারদিনব্যাপী এ কর্মশালায় ২০ জন স্থানীয় কণ্ঠশিল্পী প্রশিক্ষণ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় সাহিত্য সংসদের সভাপতি আরিফুল ইসলাম পল্লব, দিশারী নাট্যগোষ্ঠীর সভাপতি রফিকুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি গোলাম কিবরিয়া, নাট্যদল ভূমিজের সমন্বয়ক মোস্তাফিজুর রহমানসহ অনেকে।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘন্টা, সেপ্টেম্বর ০৯, ২০২০
এসআই