ঢাকা: প্রয়াত কবি, রাজনীতিবিদ মাহবুবুল হক শাকিলের স্মৃতি রক্ষায় গঠিত মাহবুবুল হক শাকিল সংসদ ২০১৭ সাল থেকে প্রতিবছর ২০ ডিসেম্বর তার জন্মদিনে আনুষ্ঠানিকভাবে একজন তরুণ কবিকে মাহবুবুল হক শাকিল পদক প্রদান করে আসছে।
বিগত বছরগুলোর মতো এবছরও কবির জন্মদিনে একজন তরুণ কবিকে মাহবুবুল হক শাকিল পদক দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মাহবুবুল হক শাকিল পদক প্রদান উপ-কমিটির আহ্বায়ক ওসমান গণি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ সালের মধ্যে প্রকাশিত অনুর্ধ্ব ৪০ বছর বয়সের কবির কাব্যগ্রন্থের জন্য এই পদক
দেওয়া হবে। এর অর্থমূল্য হবে এক লাখ টাকা।
কবিতার পদকের জন্য লেখক, প্রকাশক কিংবা শুভানুধ্যায়ীর কাছ থেকে প্রতিটি বই পাঁচ কপি করে আহ্বান করা হয়েছে৷ প্রাথমিকভাবে একটি কমিটি পদকের জন্য লেখক অথবা বইয়ের নাম বাছাই করবেন। সেখান থেকে পাঁচ সদস্যের বিচারকমণ্ডলীর পদকের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সেসঙ্গে লেখকের বয়সের প্রমাণস্বরূপ জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্টের ফটোকপি জমা দেওয়া আবশ্যক।
১০ নভেম্বরের মধ্যে চন্দনা মণ্ডল, জমিদার প্যালেস, ফ্ল্যাট # ৮/এ, ২৯১ ইনার সার্কুলার রোড, ঢাকা-এ ঠিকানায় বই পাঠাতে হবে৷
বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
ডিএন/এএটি