গুরু আমার মনের ময়লা যাইবো কেমনে,
আমি বইসা আছি খেয়াঘাটে
পারানি নাই মোর সনে।
এই সংসারের মতিগতি না বুঝিয়া
নিজের ঘরের সোনার চাবি না খুঁজিয়া
আমি ঘুরলাম বনে বনে
ও বন্ধু, ঘুরলাম অঘোর বনে।
আমি ধরতে চাইলাম ডাহুক পাখি
হায়রে আমার মায়ার জীবন
ছায়ার মতোন ফাঁকি।
পরান বন্ধু কোথায় থাকে
জিগাই জনে জনে
ও মুর্শিদ, জিগাই জনে জনে।