ঢাকা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রাশিয়া সফরের ৯১তম বার্ষিকী উদযাপন করেছে ঢাকাস্থ রাশিয়ান হাউস।
বুধবার (২৭ অক্টোবর) বিকেলে এ উপলক্ষে ধানমন্ডির নিজস্ব কার্যালয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে রাশিয়ান হাউস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর তার ‘রাশিয়ার চিঠি’তে সে সময়ের উন্নত রাষ্ট্র হিসেবে রাশিয়ার বর্ণনা দিয়েছেন। তার অনেকগুলো সাহিত্যকর্ম রুশ ভাষায় অনুবাদ করা হয়েছে। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ অনুসারে রাশিয়ার একটি ছবির সঙ্গীতও তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মনিরুজ্জামান, মুক্তিযুদ্ধ একাডেমির প্রধান উপদেষ্টা ও ট্রাস্টি মো. আজিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ড. আবুল আজাদ।
এ সময় তারা রাশিয়া ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুন্দর হবে বলে প্রত্যাশা করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন- শিল্পী রীনা আমিন, শিল্পী আরিফ হোসেন এবং শিল্পী ড. শরীফ আশরাফুজ্জামান। নৃত্য পরিবেশন করেন প্রমিতা বর্মন।
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
এইচএমএস/এমআরএ