ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

জন্মদিনে জীবনানন্দ দাশকে স্মরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
জন্মদিনে জীবনানন্দ দাশকে স্মরণ

বরিশাল: নানা আয়োজনের মধ্য দিয়ে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৩ তম জন্ম বার্ষিকী পালন করছে বরিশালের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

দিনটিকে কেন্দ্র করে জাতীয় কবিতা পরিষদ ও প্রগতি লেখক সংঘ বরিশাল শাখার উদ্যোগে আলোচনা সভা, কবির কবিতা আবৃত্তি এবং স্বরচিত কবিতা আবৃত্তিসহ নানা আয়োজন করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় নগরের জীবনানন্দ দাশ সড়কের জীবনানন্দ মিলনায়তনে কবি জীবনানন্দ দাশের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।  

প্রগতি লেখক সংঘ বরিশাল শাখার সভাপতি অপূর্ব গৌতম জানান, নানা আয়োজনের মধ্য দিয়ে কবি জীবনানন্দ দাশের ১২৩ তম জন্ম বার্ষিকী পালন করা হচ্ছে।  

এদিকে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার সাধারণ সম্পাদক পার্থ সারথির সঞ্চালনায় কবি জীবনানন্দ দাশের জীবন ও সৃষ্টি নিয়ে আলোচনা করেন, কবি শোভন কর্মকার, ছাড়াকার সুভাষ দাশ নিতাই, সাংবাদিক সুশান্ত ঘোষ, আরিফ আহমেদ, কবি দেবাশীষ হালদার, হাসিনা বেগম, কবি কাজী সেলিনা, বাহাউদ্দীন গোলাপ, বিমল চক্রবতী ও মোস্তাক আল মেহেদী। আলোচনা সভায় বক্তারা বরিশালে নিয়মিত জীবনানন্দ উৎসব উদযাপনের জন্য জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এদিকে সকালে কবি জীবনানন্দ দাশের প্রিয় ক্যাম্পাস ব্রজমোহন কলেজে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কলেজের শিক্ষাথীরা।  

প্রিয় কবির জন্মদিনকে কেন্দ্র করে ক্যাম্পাসে রাতে মোমবাতি প্রজ্জ্বলন করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
এমএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।