ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

ফরিদপুরে একক আবৃত্তি সন্ধ্যায় ২৬ কবিতা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
ফরিদপুরে একক আবৃত্তি সন্ধ্যায় ২৬ কবিতা  আবৃত্তি সন্ধ্যা

ফরিদপুর: ‘স্বপ্ন দুয়ার খুলে এসো অরুণ-আলোকে’- এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুর আবৃত্তি সংসদের আয়োজনে জাহিদুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ২৬টি কবিতা আবৃত্তি করেন তিনি।

 

সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে এই আবৃত্তি সন্ধ্যার আয়োজন করে চেতনা-৭১।

এর আগে অনুষ্ঠান উদ্বোধন করেন ফরিদপুর প্রেসক্লাবের প্রবীণ সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ।

এ সময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা কাজী আমিরুল ইসলাম রুমি, ফরিদপুর সাহিত্য সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী কুশল, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, রাসিনের নির্বাহী পরিচালক পরিচালক আসমা আক্তার মুক্তা।  

অনুষ্ঠান সঞ্চালনা করেন নাহিদা সুলতানা টুকটুকি ও মুস্তাফিজুর রহমান।

আবৃত্তি সংসদের সভাপতি তৌহিদুল ইসলাম স্ট্যালিনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয়।

এরপর মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়।  

অনুষ্ঠানের পরবর্তী পর্বে শিল্পী জাহিদুল ইসলাম কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানে তিনি একে একে ২৬টি কবিতা আবৃত্তি করেন।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।