ঢাকা: বঙ্গবন্ধুকে নিয়ে শত গানের সংকলনগ্রন্থ ‘ছন্দে গীতিতে বঙ্গবন্ধু’র প্রকাশনা উৎসব বৃহস্পতিবার (৩১ মার্চ)।
ওইদিন বিকেল ৫টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বইয়ের মোড়ক উন্মোচন করবেন শিক্ষা প্রতিমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। বিশেষ অতিথি থাকবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কল্যাণী ঘোষ, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ড. লীনা তাপসী খান, কবি অসীম সাহা ও শিশু সাহিত্যিক আসলাম সানী। সভাপতিত্ব করবেন বইটির সম্পাদনা পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান মৃধা বেনু।
মোড়ক উন্মোচনের পর বইটিতে সংকলিত গান থেকে নাচ-গান-আবৃত্তি পরিবেশন করবেন শিল্পীরা।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
এনটি