ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

যশোর উদীচীর সভাপতি তন্দ্রা, সম্পাদক বিল্পব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, মে ২২, ২০২২
যশোর উদীচীর সভাপতি তন্দ্রা, সম্পাদক বিল্পব

যশোর: উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের একবিংশ জেলা সম্মেলন সমাপ্ত হয়েছে।

শনিবার (২১ মে ২০২২) ‘শ্রেণিভেদে ভাঙি শোষিতের রোষে সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে’ এমন প্রত্যয় ব্যক্ত করে তিন দিনব্যাপী এ সম্মেলন সমাপ্ত হয়।

সম্মেলন থেকে তন্দ্রা ভট্টাচার্য্যকে সভাপতি ও আবারও সাজ্জাদুর রহমান খান বিল্পবকে সাধারণ সম্পাদক করে ৪৩ সদস্য বিশিষ্ট উদীচী শিল্পগোষ্ঠী যশোর জেলা সংসদের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়।

সমাপনী দিনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী সাংগঠনিক অধিবেশনের মধ্য দিয়ে এ কমিটি গঠন করা হয়।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে নবগঠিত কমিটির অন্যরা হলেন- ছয়জন সহ-সভাপতি হলেন, আমিনুর রহমান হিরু, কাজী বর্ণ উত্তম, আব্দুল আফনান ভিক্টর, শেখর দেবনাথ, রজিবুল ইসলাম টিলন ও জন দিলিপ দাস।

তিনজন সহ সাধারণ সম্পাদক হলেন, শুভঙ্কর গুপ্ত, আলমগীর কবির ও আসিফ আকবর নিপ্পন।

এছাড়া আবারও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবীর হুমা।

৮ জন বিভাগীয় সম্পাদক হলেন কাজী শাহেদ নওয়াজ, ফারুক আহমেদ সিদ্দিকী চন্দন, রাজিব উদ্দীন খান, সাজেদুর রহমান অপু, সুব্রত দাস আব্দুর রহমান মৃধা খোকন, রিয়াদুর রহমান ও কামরুন নাহার কনা।

সদস্য ১৮ জন হলেন, মাহবুবুর রহমান মজনু, সোমেশ মুখার্জী, ইকরামুল কবীর ইল্টু, প্রণব ধর, শাহাজাহান আলমগীর, শীতল মিত্র, শহিদুল্লাহ প্রিন্স, রাজীব রায় রাজু, লুবনা আফরোজ পাপ্পু, শরিফুল আলম সোহাগ, শায়লা নার্গিস শাওন, শামসুন্নাহার সরদার, গ্রেগরী সরদার, আব্দুল জলিল, সুকান্ত দাস, রাব্বি খান, কেশবপুর শাখার নিমাই চাঁদ নন্দন, গদখালী শাখার সুভাষ ভক্ত, অভয়নগর শাখার সুকুমার ঘোষ, চৌগাছার শওকত মন্ডল ও একজন প্রতিনিধি কোঅপ্ট করা হবে।

জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন আলমগীর কবির।

নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল আলম।

এদিকে, সমাপনী দিনে সাংগঠনিক অধিবেশনে সভাপতিত্ব করেন উদীচী যশোরের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান মজনু।

এতে সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন সাজ্জাদুর রহমান খান বিপ্লব।

এরপর বিকেলে উদীচী যশোরের নতুন কার্যকরি পর্ষদ গঠনের লক্ষ্যে গঠিত ১৩ সদস্যের নির্বাচন কমিটি (সাবজেক্ট কমিটি) রুদ্ধদ্বার বৈঠকে বসেন।

সম্মেলনের উদ্বোধনী দিনে (১৯ মে) সাধারণ সদস্যদের প্রস্তাবনায় গঠিত সাবজেক্ট কমিটির সদস্যরা হলেন সরোয়ার হোসেন, মাহবুবুর রহমান মজনু, তন্দ্রা ভট্টাচার্য্য, অ্যাড. আমিনুর রহমান হিরু, কাজী বর্ন উত্তম, সাজ্জাদুর রহমান খান বিপ্লব, মাসুদ পারভেজ মিঠু, প্রণব ধর, কাজী শাহেদ নেওয়াজ, রাজিব হোসেন খান, শুভঙ্কর গুপ্ত, ইকরামুল কবির ইল্টু ও প্রকাশ দত্ত।

সন্ধ্যার পুনরায় অনুষ্ঠিত সাংগঠনিক অধিবেশনে সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের একবিংশ জেলা সম্মেলনের চেয়ারম্যান একরাম উদ দ্দৌলা।

এ অধিবেশনে অর্থনৈতিক প্রতিবেদন পেশ করেন কোষাধক্ষ হুমায়ুন কবীর হুমা।

সংগঠনের অর্থনৈতিক প্রতিবেদনের উপর মুক্ত আলোচনার পর সাবজেক্ট কমিটি উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের নতুন কার্যকরী পরিষদের ৪৩ সদস্যের নাম প্রস্তাব করেন।

অডিটোরিয়ামে উপস্থিত সবাই এ প্রস্তাব সমর্থন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সহসভাপতি হাবিবুল আলম, সাংগঠনিক সম্পাদক কংকন নাগ, মাহবুবুর রহমান মজনু তন্দ্রা ভট্টাচার্য্য, অ্যাড. আমিরুল রহমান হিরু, কাজী বর্ণ উত্তম প্রমুখ।

সঞ্চালনা করেন, উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের একবিংশ জেলা সম্মেলনের সদস্য সচিব সাজ্জাদুর রহমান খান বিপ্লব।

সম্মেলনে জেলা উদীচীসহ ঝিকরগাছা গদখালী, মণিরামপুর, অভয়নগর, কেশবপুর, চৌগাছা, বাগআঁচড়া, সরকারি এমএম কলেজ উদীচী নির্বাহী কমিটির সদস্যসহ উল্লেখযোগ্য কর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, মে ২২, ২০২২
ইউজি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।