ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

যাত্রী সুবিধার্থে ঢাকা-সৈয়দপুর রুটে ফ্লাইট বাড়াল এয়ার অ্যাস্ট্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৪
যাত্রী সুবিধার্থে ঢাকা-সৈয়দপুর রুটে ফ্লাইট বাড়াল এয়ার অ্যাস্ট্রা

নীলফামারী: ঈদে যাত্রীদের সুবিধার্থে ঢাকা-সৈয়দপুর রুটে ফ্লাইট বাড়িয়েছে বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা।  

সোমবার (১ এপ্রিল) থেকে এ রুটে প্রতিদিন চারটি করে ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।

এয়ার অ্যাস্ট্রার উপ-ব্যবস্থাপক (জনসংযোগ) সাকিব হাসান শুভ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে সৈয়দপুর রুটে ফ্লাইটগুলো ছেড়ে আসবে সকাল ৭টা ১০ মিনিটে, দুপুর ২টা ৫ মিনিটে, বিকেল ৫টা ১৫ মিনিটে এবং রাত ৮টা ৫ মিনিটে, সৈয়দপুর থেকে ঢাকা রুটে ফ্লাইটগুলো ছেড়ে যাবে সকাল ৮টা ৪০ মিনিটে, বিকেল ৩টা ৩৫ মিনিটে, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এবং রাত ৯টা ৩৫ মিনিটে।  
এছাড়া ইউএস-বাংলা, বাংলাদেশ বিমান ও নভোএয়ার ঈদে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।