চট্টগ্রাম: ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ফ্লাইট চালু করেছে রিজেন্ট এয়ারওয়েজ। এ নিয়ে পাঁচটি আন্তর্জাতিক রুটে সম্প্রসারিত হল দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি এই বিমান সংস্থাটির কার্যক্রম।
শনিবার দুপুরে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রিজেন্ট এয়ারওয়েজের সিইও এম এ মোমেন।
সপ্তাহের সোম, মঙ্গল, বৃহষ্পতি, শুক্র ও শনিবার-এ পাঁচ দিন ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে যাতায়াত করবে রিজেন্ট এয়ারওয়েজ।
হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১২টা ২০ মিনিটে ছেড়ে যাবে এবং সিঙ্গাপুর আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানকার সময় বিকাল ৪টা ৩৫ মিনিটে অবতরণ করবে। ফিরতি ফ্লাইট সিঙ্গাপুর থেকে রওনা হবে সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে এবং ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ৪০ মিনিটে।
দুটি অত্যাধুনিক বোয়িং ৭৩৭-৭০০ এর মাধ্যমে এই রুটে রিজেন্ট এয়ারওয়েজ তাদের যাত্রী বহন করবে। এতে রয়েছে ১১৪টি ইকোনোমি ক্লাস এবং ১২টি বিজনেস ক্লাস সিট যা যাত্রীদের দেবে আরামদায়ক ভ্রমণের সব সুবিধা আর নিশ্চয়তা।
রিজেন্টের সকল সেলস অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্টস এবং ওয়েব সাইট থেকে টিকেট সংগ্রহ করা যাবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২০ঘণ্টা, ডিসেম্বর ১৪,২০১৩