ঢাকা: রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে।
সোমবার বিমানের বার্ষিক সাধারণ সভায় এ পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়।
নিয়মানুযায়ী প্রতি বছর বার্ষিক সাধারণ সভায় পরিচালনা পর্ষদের প্রত্যেক সদস্য পদত্যাগ করেন। সে রীতি অনুযায়ী এবারও সবাই পদত্যাগ করেছেন। তবে পদত্যাগ করলেও ওই সভাতেই আবারও পুননির্বাচিত হন তারা।
কিন্তু সোমবার রাতে পর্ষদ সদস্যরা পদত্যাগ করলেও পুননির্বাচন অনুষ্ঠিত হয়নি। বিমানের সংশ্লিষ্টদের ধারণা হয়তো স্থায়ীভাবেই পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে।
শোনা যাচ্ছে, নতুন পরিচালনা পর্ষদে সদ্যপদত্যাগী সদস্যদের অনেকেই বাদ পড়তে পারেন। তবে চেয়ারম্যান হিসেবে পুনরায় নিয়োগ পেতে যাচ্ছেন জামালউদ্দিন আহমেদ।
উল্লেখ্য, গত ২০১২-১৩ অর্থবছরে ২১৪ কোটি টাকা লোকসান দিয়েছে বিমান। সংস্থার বার্ষিক সাধারণ সভার প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। সম্প্রতি বিমানের ব্যবস্থাপনা পরিচালক কেভিন স্টিল সংবাদ সম্মেলন ডেকে বিমান লাভের ধারায় ফিরেছে বলে ঘোষণার পরপরই বিমানের এই লোকসানের তথ্য প্রকাশিত হয়।
সোমবার রাতে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ কারণে কেভিন স্টিলকে তোপের মুখে পড়তে হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে। সভার বেশিরভাগ সদস্য কেভিনের ওপর সরাসরি ক্ষোভ প্রকাশ করেন।
২০১১-১২ অর্থবছরে বিমান লোকসান দিয়েছিলো ৬শ’ কোটি টাকা। এর আগের অর্থবছরে লোকসান হয়েছিল ১৯৯ কোটি টাকা।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
সম্পাদনা: রাইসুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর (অ্যাক্ট.)