ঢাকা: বেসরকারি বিমান কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজের বিরুদ্ধে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ মামলা করেছে ৭ যাত্রী।
সোমবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ফজলে এলাহী ভুঁইয়ার আদালতে এ মামলা করেন যাত্রীরা।
টিকিট কেটে গন্তব্যে যেতে না পেরে ব্যবসায়িক ক্ষতি হওয়ায় ইউনাইটেডের এমডি ও চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে ৭ যাত্রী।
যেসব যাত্রীরা মামলা করেছেন তাদের মধ্যে রয়েছেন- আবু বকর সিদ্দিক, রফিকুল ইসলাম, নাসরিন আক্তার, মকবুল হোসেন এবং সোহানুর রহমান। তবে অন্য দুই জনের নাম জানা যায়নি।
মামলায় বিবাদী করা হয়েছে ইউনাইটেড এয়ারের এমডি, চেয়ারম্যান, ব্যাবস্থাপক (প্রশাসন), ব্যাবস্থাপক (অপারেশন) এবং এয়ার স্টার ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালককে। তবে কারও নাম উল্লেখ করা হয়নি।
মামলায় বলা হয়েছে, গত ২৫ সেপ্টেম্বর ব্যবসায়িক কাজে মালয়েশিয়া যাওয়ার জন্য গত ২১ সেপ্টেম্বর টিকিট কাটে ওই ৫ যাত্রী। কিন্তু ইউনাইটেডের ফ্লাইট বাতিল হওয়ায় তারা সেখানে যেতে পারেনি। ফলে তাদের এ বিপুল পরিমাণ অর্থ ক্ষতি হয়েছে।
মামলায় ৫০ হাজার টাকা কোর্ট ফি দাখিল করার সাপেক্ষে আদেশের দিনধার্য করবেন আদালত।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪