ঢাকা: রিজেন্ট এয়ারওয়েজ ঢাকা-কাঠমান্ডু-ঢাকায় নতুন রুট চালু করছে। একই সাথে যেসব রুটে বেসরকারি এই বিমান সংস্থাটির ফ্লাইট রয়েছে সেখানে উড্ডয়ন সংখ্যা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।
রিজেন্ট জানিয়েছে, এ বছরের ১৫ জুলাই থেকে ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে ফ্লাইট চালু হবে। সপ্তাহে তিন দিন নিয়মিত আসা-যাওয়া করবে এই ফ্লাইট।
এর আগেই রিজেন্ট তার বিদ্যমান রুটগুলোতে ফ্লাইট সংখ্যা বাড়িয়ে দেবে বলেও জানানো হয়।
আগামী ১০ মে ঢাকা থেকে সিঙ্গাপুর পথে প্রতিদিন এবং ১৫ মে থেকে ব্যাংকক পথে সপ্তাহে চার দিন ফ্লাইট চলাচল করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় রিজেন্ট।
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম থেকে শিগগিরই ওমানের রাজধানী মাসকাট পথে উড্ডয়ন শুরু করা হবে বলেও জানায় সংস্থাটি।
রিজেন্ট এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর হাবিবকে উদ্ধৃত করে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ কোটি ডলারের সম্প্রসারণ প্রকল্পের আওতায় নতুন রুট চালু ও বিদ্যমান রুটগুলোতে ফ্লাইট সংখ্যা বাড়ানো হচ্ছে।
বাংলাদেশ সময় ১০১৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এমএমকে