ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো দ্বিতীয় বোয়িং 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
ইউএস-বাংলার বহরে যুক্ত হলো দ্বিতীয় বোয়িং  ছবি: জি এম মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের অন্যতম অগ্রসরমান এয়ারলাইন্স ‘ইউএস-বাংলা’র বহরে যুক্ত হলো আরও একটি বোয়িং- ৭৩৭-৮০০ (S2-AJA)) এয়ারক্রাফট। এ নিয়ে এয়ারলাইন্সটির এয়ারক্রাফট সংখ্যা দাঁড়ালো পাঁচটিতে।

এটি প্রতিষ্ঠানটির দ্বিতীয় বোয়িং।

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় চীনের সাংহাই থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ এয়ারক্রাফটটি।  

বিমানবন্দরে এয়ারক্রাফটটি গ্রহণ করেন সংস্থাটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর দিলরুবা পারভীন। সঙ্গে ছিলেন ‌ইউএস-বাংলা এয়ারলাইন্সের নির্বাহী পরিচালক (ইডি) এমজি তৌহিদ, পরিচালক (ফ্লাইট অপারেশন) মাশিউল আজম, পরিচালক (ইঞ্জিনিয়ারিং) ইমামুল মজিদসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি বছরের ১১ নভেম্বর থেকে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-মাস্কাট রুটে মধ্যপ্রাচ্যে প্রথম ফ্লাইট চালানো শুরু করছে ইউএস-বাংলা।  

এর আগে গত ১১ অক্টোবর ইউএস-বাংলার বহরে ১৫৮ আসনের প্রথম বোয়িংটি যুক্ত হয়।  

নতুন যুক্ত হওয়া এয়ারক্রাফটির বিষয়ে কর্মকর্তারা জানান, এ এয়ারক্রাফটে যাত্রীদের সুবিধার্থে চারটি ল্যাভাটরি রয়েছে, যা বেশি দূরের গন্তব্যের যাত্রীদের স্বাচ্ছন্দ্য দেবে।  

আন্তর্জাতিক রুটে আরও বেশি ও উন্নত যাত্রীসেবা দিতে বহরের তৃতীয় ও চতুর্থ বোয়িং এয়ারক্রাফট আসছে আগামী ডিসেম্বরে।

বর্তমানে ঢাকা-কাঠমান্ডু রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। শিগগিরই সপ্তাহে এ রুটে তিনটির বেশি ফ্লাইট চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানান সংস্থাটির কর্মকর্তারা।  

দ্রুতগতিসম্পন্ন ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে ২০১৪ সালের ১৭ জুলাই দেশের আকাশপথে ডানা মেলে ইউএস-বাংলা। বর্তমানে ৭৬ আসনের তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট রয়েছে প্রতিষ্ঠানটির।

দু’বছরের বেশি সময়ে ঢাকা-কাঠমান্ডু-ঢাকাসহ ও অভ্যন্তরীণ রুটে প্রায় ১৬ হাজারের বেশি ফ্লাইট পরিচালনা করেছে এ প্রতিষ্ঠানটি। যাত্রীদের সন্তুষ্টি অর্জনের পাশাপাশি ২০১৫ সালে দেশে এয়ারলাইন্স সেবার তালিকায় সেরা হয় ইউএস-বাংলা। অর্জন করে বেস্ট ডমেস্টিক এয়ারের গৌরবও।  

‘ফ্লাই ফাস্ট-ফ্লাই সেফ’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটগুলো দিয়ে কলকাতা, কুয়ালালামপুর, ব্যাংকক, সিঙ্গাপুর, দোহা, গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করবে।  

শিগগিরই ঢাকা-পারো-ঢাকা রুটেও ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।

অন-টাইম ফ্লাইট অপারেশন, আন্তর্জাতিক মানের কেবিন সার্ভিস, উন্নতমানের নিজস্ব ক্যাটারিং সার্ভিস দিয়ে যাত্রী সাধারণের কাছে একটি নির্ভরযোগ্য এয়ারলাইন্স হিসেবে স্বীকৃতি পেয়েছে ইউএস-বাংলা।  

সঠিক সময়ে ফ্লাইট পরিচালনার রেকর্ড ৯৮.৭ শতাংশ বলে জানিয়েছে এয়ারলাইন্সটি।  

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬/আপডেট: ১১৫৯ ঘণ্টা
এসআই/এমএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।